মাগুরায় বিভিন্ন দোকানে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

0
206

মতিন রহমান, মাগুরা: পবিত্র মাহে রমজান উপলক্ষে ও ঈদকে সামনে রেখে মাগুরা ভোক্তা অধিকার কর্তৃক নকল ও ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করা এবং মোড়কজাতকরণ বিধিমালা অনুসরণ না করে পণ্য বিক্রি করায় বিভিন্ন দোকানে অভিযান ও জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার পরিচালনা করেন মাগুরা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারের সার্বিক পরিস্থিতি ও পণ্য সরবরাহ তদারকি করা হচ্ছে। এসময় ভোক্তা বিরোধী কার্যের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মাগুরা জেলা শহরের জামে মসজিদ রোড জুতা পট্টিতে অবস্থিত ভৌমিক ষ্টোরে নকল ও ভেজাল প্রসাধনী পণ্য রাখার দায়ে জরিমানা করাসহ একাধিক নকল পন্য সামগ্রী জব্দ করা হয়। এসময় নকল পন্য সামগ্রী মজুদ ও বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ও শত্রুজিৎপুর বাজারে অবস্থিত শেখ ফার্মেসীতে নকল ঔষধ রাখার দায়ে ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে শহরের নিউ বরকত ষ্টোরে।

উক্ত অভিযানের সময় উপস্থিত ছিলেন মাগুরার নিরাপদ কর্মকর্তা রিয়াজ মাহমুদ, মাগুরা কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন।