খুলনার দিঘলিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১

0
150

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : অফিসার ইনচার্জ দিঘলিয়ার থানা সাহেবের নির্দেশে এসআই মোঃ মোস্তফা শাহিনুজ্জামান, এএসআই মোঃ শাহিদুল ইসলাম, কং/ হাবিল হোসেন ও কং/ জসীমউদ্দিন সহ দিঘলিয়া থানার মামলা নং ০৪ তাং ০৪/০৩/২০২৩ ইং। ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩৬১/৩৮০ ধারা।গত ০২/০৩/২০২৩ ইং তাং রাতে দিঘলিয়া থানার পথের বাজারে ০৩ টি দোকানে টিনকেটে চুরি করে চোর পালিয়ে যায়।পরবর্তিতে থানা পুলিশ একান্ত চ্যালেঞ্জের সহিত মামলা তদন্ত শুরু করে । খুলনা জেলা পুলিশ সুপার মহোদয়ের একান্ত সহযোগিতার ফলে তথ্যপ্রযুক্তির সহায়তা গুলো দ্রুত পাওয়া যায়।

পুলিশ সুপার খুলনা মহোদয়ের দেওয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ০৬/০৪/২০২৩ ইং তারিখ বানরগাতী, আরামবাগ থানা- সোনাডাঙ্গা, কেএমপি খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ টি মোবাইল, ০১ কাইচি সহ ধৃত আসামি শিপন শেখ (২০) পিতা রফিকুল ইসলাম,সাং বানরগাতী,আরামবাগ, থানা- সোনাডাঙ্গাকে গ্রেফতার করা হয়। পথের বাজারের বইয়ের দোকান এর মালিক, বিকাশ,ফ্লাক্সিলোড ও স্টুডিও এর মালিক, মোবাইল সার্ভিসিং এর দোকানের মালিক, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, গণমাধ্যম কর্মীদের সম্মুখে, প্রেস ব্রিফিং এর সময় আসামী শিপন শেখ চুরির বর্ণনা প্রদান করেন। আসামের শিপন শেখ চুরি যাওয়া সকল মোবাইল ও টাকা চুরির বিষয়ে থানা পুলিশকে সবকিছু জানান এবং বাকি মোবাইল যেগুলো এখনো উদ্ধার হয় নাই সে সম্পর্কে তথ্য প্রদান করেন। তথ্য যাচাই-বাছাই চলিতেছে। অদ্য ০৭/০৪/২০২৩ ইং তারিখ আসামী শিপনকে প্রকাশ্য বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।