পোরশায় ভারতীয় নেশার ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী আটক

0
204

ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁঃ ১৬ বিজিবি নওগাঁ নিতপুর পিওপি থেকে ১৯৮০ পিস টেপেন্টাডল টেবলেট সহ ইব্রাহিম (৫২)নামক এক ব্যক্তিকে আটক করেছে।

আজ বুধবার ৫ এপ্রিল ২০২৩ সকাল ৮ টা ৩০ মিনিট ২৩১ নম্বর পিলারের ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্যাক্ঠার মাঠ রেখার ঘাট নামক স্থানে বিওপি ও সিভিল সোর্সের সংবাদ এর ভিত্তিতে টহলরত ৬০৮৯১ হাবিলদার মোহাম্মদ ওবায়দুর রহমান তাকে আটক করেছে।

সূত্র জানায় আটক কালে তার কাছে ২ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের ১৯৮০ পিস ভারতীয় ট্যাপেন্টতা ডল ট্যাবলেট পাওয়া গেছে।

তথ্য মতে ইব্রাহিম নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর গ্রামের মৃত সাবুর উদ্দিন এর ছেলে। তার সহযোগী নিতপুর কলোনিগ্রামের তরিকুল ইসলামের ছেলে গোলাম রাব্বানী (৩২) পালিয়ে যান।

আটককৃত আসামীকে পোরশা থানায় মাদক মামলায় সোপর্দ করা হয়েছে মামলা প্রক্রিয়া শেষ হলে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান।