মেসিকে ফেরাতে স্পন্সর খুঁজছে বার্সেলোনা

0
135

কদিন আগে বার্সেলোনার এক ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেন, তারা ন্যু ক্যাম্পে লিওনেল মেসিকে ফেরাতে যোগাযোগ করছেন। ক্লাবের অগণিত রেকর্ডের মালিকের সঙ্গে আবার চুক্তি করতে বেশ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে কাতালান জায়ান্টরা। এবার শোনা গেলো, মেসিকে ফেরার কাজ সহজ করতে ফান্ড সংগ্রহে বহিরাগত স্পন্সর খুঁজছে তারা।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী দুই বছর আগে আর্থিক সংকটের কারণে বার্সা থেকে বিদায় নেন। পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই জুনে। এখন পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে কোনও অগ্রগতি নেই। মানে জুলাই থেকে তিনি ফ্রি এজেন্ট। আগামী গ্রীষ্মেই তাকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে বার্সা।

বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরো দাবি করেছেন, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নীতি লংঘন না করে মেসির সঙ্গে পুনরায় চুক্তি করতে গুরুত্বপূর্ণ স্পন্সরদের সঙ্গে কাজ করছে বার্সা। আর্জেন্টাইনের বেতন কম হলেও বাণিজ্যিক খাত থেকে পাওয়া লভ্যাংশ থেকে সেই ঘাটতি পূরণ করতে ওই বিনিয়োগকারীরা সহায়তা করবে।