উন্নীত বেতন স্কেলের উপর স্থগিতাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মানববন্ধন

0
95

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৫ জুলাই শনিবার সকালে শহরের কালিতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের উপর আনিত অবৈধ স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিয়োগ বিধি দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবীতে “নির্বাক মানববন্ধন” করেছে।

মানববন্ধন কর্মসূচী থেকে ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাগণের মানবেতর জীবন যাপনের করুন প্রেক্ষাপট বিবেচনায় এবং সরকারের রুপকল্প-২০২১ বস্তবায়নে প্রধানমন্ত্রী’র তথ্য-প্রযুক্তি উপদেষ্টার ডিজিটাল ব্যবস্থাপনার বাস্তবায়ন, স্থবির হয়ে পড়া ভূমি রাজস্ব প্রশাসনে গতিশীলতা ফিরিয়ে আনতে উন্নীত বেতন স্কেলের উপর আনিত বেআইনী স্থগিতাদেশ, নিয়োগবিধি বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতা প্রত্যাহারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেতন জানানো হয়েছে। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারন সম্পাদক মোঃ মুস্তফা কামাল তালুকদারের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।