শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

0
112

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী কর্মচারী, নকলনাবিশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার এবং জবাবদিহিতা জোরদারকরণ কল্পে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। শ্রীনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রার শেখ মহাম্মদ হাবিবুল্লাহ। সিরাজদিখান উপজেলার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, লৌহজং উপজেলার সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াসমিন মিলি, টঙ্গিবাড়ি উপজেলার সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে, মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার একেএম ফয়েজ উল্যাহ, শ্রীনগর উপজেলার সাব-রেজিস্ট্রার মোসাম্মৎ রেহেনা বেগম।

এ সময় শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সদস্যগণ ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিকাল ৩ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।