রাশিয়ায় ঢুকে পড়া ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর

0
127

রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে সোমবার (২৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে সের্গেই শোইগু বলেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) দূরে কিরেয়েভস্ক শহরে ড্রোনটি ভূপাতিত করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ড্রোনটি ভূপাতিত করার সময় বিস্ফোরণে অন্তত ৩ জন আহত হয়েছেন।

তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলার কথা অস্বীকারও করেছে কিয়েভ। সূত্র: বিবিসি।