তুরাগে পুলিশের এসআইকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩

0
99

মনির হোসেন জীবন: রাজধানীর তুরাগে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্বার করতে গিয়ে মাদক কারবারিদের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম মো. শাহিনুর রহমান। তিনি তুরাগ থানায় (এসআই) পদে কর্মকর আছেন। পরে এ ঘটনায় মূলহোতাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে তিন মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুর রউফ, মো. রাজু ও ফারুক মিয়া ওরফে টুলুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় তাদের নিকট থেকে দুই ধারালো ছোরা ও তিনটি মোবাইল ফোন উদ্বার মূলে জব্দ করা হয়েছে।

এবিষয়ে আজ শনিবার দুপু‌রে ডিএমপির তুরাগ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএম‌পি’র উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম এসব তথ্য জানান। এসময় তুরাগ জোনের এডিসি বদরুল হাসান, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মওদূত হাওলাদারসহ পুলিশের উধর্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার ফুলবাড়িয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে কয়েকজন মাদক বিক্রেতা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন তথ‌্য পে‌য়ে তুরাগ থানার এসআই মো. শাহিনুর রহমান খানের নেতৃত্বে একটি দল পুলিশ সেখানে যায়। তখন মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের মধ্যে এজাহারনামীয় ১ নাম্বার অভিযুক্ত আসামি আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিলো। এক পর্যায়ে রউফ পানির ট্যাংকের আড়াল থেকে বের হয়ে এসআই শাহিনুরকে ধারালো ছুরি দিয়ে বুকে জখম করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা এসআই শাহিনুরকে রক্তাক্ত অবস্হায় উদ্বার করে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

মোহাম্মদ মোর্শেদ আলম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তুরাগ এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, আজ সন্ধ্যা ৭ টায় ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মওদূত হাওলাদার জানান, গ্রেফতারকৃত তিন আসামীকে আজ শনিবার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে বিঞ্ আদালন শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।