ধামরাইয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০০ গৃহহীন ভূমিহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর

0
139

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: মানণীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ঢাকার ধামরাই উপজেলার ২০০ টি গৃহহীন ভূমিহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দুই শতাংশ জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।

বুধবার(২২ মার্চ) ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

এ’অনুষ্ঠানে মানণীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ঢাকার ধামরাই উপজেলার ২০০ টি গৃহহীন ভূমিহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দুই শতাংশ জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: আতিকুর রহমান পিপিএম সহ অন্যান্যরা ও সুবিধাভোগী ২০০ গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ।