কুয়েটে লালন শাহ হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনের উদ্বোধন

0
100

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লালন শাহ হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত লালন শাহ হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আতাউর রহমান, হলের আবাসিক শিক্ষার্থী আবির হাসান মোল্লা এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।