রাজধানীতে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদ সহ গ্রেফতার ২ : জীপ গাড়ি জব্দ

0
104

মনির হোসেন জীবন: রাজধানীর ভাটারা এবং গুলশান থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও দেশীয় তৈরী চোলাইমদসহ মাদককারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার মোঃ হাফিজ উদ্দিন বালির পুত্র মোঃ ইউনুস (২৬) ও যশোর জেলার বাদশা শিকদারের পুত্র মো: মারুফ শিকদার (৩২)।

আজ বুধবার সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ মাদক উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে রাজধানীর ভাটারা থানার বারিধারা এবং গুলশান থানার গুলশান-১ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, মাদক ব্যবসায়ী ইউনুসের কাছ থেকে ১২২.৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ও নগদ ১২০ টাকা এবং মারুফ শিকদারের নিকট থেকে ৭৮ লিটার বিদেশী মদ উদ্বার মূলে জব্দ করা হয়। এছাড়া মাদকদ্রব্য পরিবহন করার ক্ষেত্রে ব্যবহিত একটি জীপ গাড়ি জব্দ করে এলিট ফোর্স র‌্যাব।

র‌্যাব বলছে, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান
র‌্যাবের এ কর্মকর্তা।