সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হলেন শান্ত

0
85

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুরুতে টস হেরে ব্যাট ধরতে হলেও হতাশ করেনি টাইগাররা।

তামিমের বিদায়ের পর চাপ সামলে দলকে সামনে এগিয়ে নিচ্ছিলেন লিটন-শান্ত। দুজনের জুটির পঞ্চাশের পর দলীয় একশ’ ছাড়ায় স্বাগতিকরা। ২১তম ওভারে হামফ্রিসকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন লিটন। মাইলফলকে যেতে লিটনের লেগেছে ৫৪ বল। একই সঙ্গে পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ২ হাজার রান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে লিটন ছাড়াও মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

লিটনের বিদায়ের পর শান্তর সঙ্গে হাল ধরেন সাকিব। যদিও ১৯ বলে মাত্র ১৭ রান করেই ক্যাচ আউট হন তিনি। এরপর শান্তর সঙ্গে ব্যাটিং হাল ধরেন হৃদয়।

সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত আউট হয়ে যান শান্ত। তবে দলের জন্য রেখে যান একটি বড় স্কোর।

শান্তর জায়গায় ব্যাটিং হাল ধরেছেন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ১৯২ রান।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিলেটে টস জিতে এদিনও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলপতি আন্দ্রে বালবার্নি।

এই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজের বদলে খেললেন পেসার হাসান মাহমুদ।

প্রথম ওয়ানডের রেকর্ড জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচেও আগ্রাসি ক্রিকেট খেলে আগেভাগেই সিরিজ পকেটে পুরতে চাইছে স্বাগতিকরা।