পম্পেও’র মন্তব্যে ডব্লিউএইচও’র মহাপরিচালকের ক্ষোভ

0
115

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র মন্তব্য করেছেন, চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালককে কিনে নিয়েছে। এমন বক্তব্যে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক ডাক্তার টেড্রস গেব্রেইসস। তিনি মহামারীকে রাজনীতিকরণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর ভয়েস অব আমেরিকা’র।

পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বিষয়টি নিয়ে ব্রিটিশ আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাতে বলেছেন যে, তার কাছে এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। সংস্থার প্রধান এ ধরণের মন্তব্যকে অসত্য ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেন, তাঁর সংস্থাটি জীবন বাঁচানোর মিশনে রয়েছে এবং এ ধরণের মন্তব্যে তারা বিভ্রান্ত হবেন না।

ডব্লিউএইচও’র কারিগরি প্রধান মারিয়া ভ্যান ক্ষোভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, ‘১০ বছর ধরে আমি এখানে কর্মরত আছি। আমরা তাঁর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত এবং তাঁর অবদান প্রশংসার দাবীদার।’