ফ্রান্সে অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

0
85

ফ্রান্সে অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। আটক করা হয়েছে কমপক্ষে ১২০ জনকে। পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে ৬৪তে উন্নীত করে পার্লামেন্টে একটি বিল পাস করে ফরাসি সরকার।

এমপিদের ভোট ছাড়াই এই সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট ম্যাক্রো। পার্লামেন্টে ভোট শুরুর মাত্র কয়েক মিনিট আগে এই সিদ্ধান্ত নেয়ায় বিরোধীদের তোপের মুখে পড়ে ক্ষমতাসীনরা। এ সিদ্ধান্তে ম্যাক্রোঁ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার ইঙ্গিত দিয়েছেন বিরোধী নেতারা।