স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম শিক্ষার্থী তৈরি হবে : শিক্ষামন্ত্রী

0
112
ফাইল ছবি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম শিক্ষার্থী তৈরি হবে।
তিনি বলেন, দেশের ছাত্র ছাত্রীদের মাঝে তথ্য প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে হবে; এজন্য পর্যায়ক্রমে আরো প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হবে।

শিক্ষামন্ত্রী আজ চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপন্ট প্রজেক্ট” এর আওতায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টেকনোলজী ব্যবহারে পারদর্শিতা সমাজে বৈষম্য কমাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন বলেন, বাংলাদেশের তরুণদের স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা যাবে। এর ফলে বাংলাদেশে স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।