আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা শি জিনপিংয়ের

0
160

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করেছেন। বিষয়টির সঙ্গে পরিচিতরা বলছেন, প্রত্যাশিত সময়ের আগেই সফর করবেন তিনি।

চীনা প্রেসিডেন্টের সফরের এ পরিকল্পনার কথা জানা যায়, চীন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমঝোতায় শান্তি প্রস্তাব দেওয়ার পর। রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে পশ্চিমাদের মাঝে যদিও এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস, গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন বসন্তে শিকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছে, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো করতে পারেন শি জিনপিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শির মস্কো সফরের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। অন্যদিকে, ক্রেমলিন এ নিয়ে মন্তব্য করতে নারাজ।

তবে শি জিনপিংয়ের সফর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রও সংবেদনশীলতার কারণে মন্তব্য করতে চায়নি।

গত মাসে, পুতিন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ইঙ্গিত দেন শি রাশিয়া সফর করবেন।

চীন ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বন্ধুত্ব অসীম’ বলে জানান দেয়। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের কয়েক সপ্তাহ আগে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনে বেইজিং সফর করছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। উভয় দেশের শীর্ষ নেতারা তাদের বন্ধুত্ব বজায় রেখেছে।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকে শি জিনপিং ৩৯ বার পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। সম্প্রতি সেপ্টেম্বরে মধ্য এশিয়ায় একটি শীর্ষ সম্মেলনের সময়ও দেখা হয় এই দুই নেতার।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের একবছর হয়ে গেলো। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের জন্য কথিত গণভোট করেছে রাশিয়া। তবে এখনো দু’পক্ষের লড়াই চলছে। সেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সহায়তা করতে চায় চীন। জানা যাচ্ছে, সে উপলক্ষে মস্কো সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: রয়টার্স