ডাচ বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

0
122

ডাচ বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে তুরাগ থানায় এই মামলা করা হয়। এতে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বদরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বদরুল হাসান বলেন, ‘উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় একটি মামলা করেছেন।’

এদিকে, ছিনতাই হওয়া ১১ কোটি ২০ লাখ টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করার কথা জানিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুজন পরিচালকসহ সাতজনকে আটক করার কথাও জানান ডিবি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। ডিবি বলেছিল, এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।