মুজিববর্ষ উপলক্ষে রাণীশংকৈল ছাত্রলীগের বৃক্ষরোপণ

0
82

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতা কর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেছেন। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগ  ২৩ জুলাই বৃহস্পতিবার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার প্রাপ্ত (২০১৩)আদর্শ নার্সারী কর্তৃক প্রাপ্ত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেল আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক ভিপি রফিউল ইসলাম, ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জামালউদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তামিম হোসেন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে সাবেক যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক জিমি ইসলামসহ অনেকে। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এ প্রসংগে সাবেক যুগ্ন আহবায়ক তামিম হোসেন বলেন, ‘আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি সমগ্র উপজেলায় আগামী এক মাস যাবৎ চলবে’।