ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
167
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের স ালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এর ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, পল্লী বিদ্যুৎতের ডিজিএম আব্দুল আলিম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ছদের আলী খন্দকার, শিক্ষক মনোরঞ্জন মহন্ত প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।