ইউক্রেনে ‘বেলচা’ দিয়ে যুদ্ধ করছে রাশিয়া

0
137

অস্ত্র ও গোলাবারুদের অভাবে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনারা ‘বেলচা’ দিয়ে যুদ্ধ করছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর বলছে, ফেব্রুয়ারির শেষ দিকে রুশ রিজার্ভ সেনাদের নাকি ইউক্রেনের একটি শক্তিশালী অবস্থানে নিয়োগ দেওয়া হয়। সেখানে তাদের কেবল আগ্নেয়াস্ত্র ও বেলচা নিয়ে লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে।

এই বেলচা এমপিএল ৫০ নামে পরিচিত। এটি সাধারণত খোঁড়াখুঁড়ির কাজে ব্যবহৃত হয়। ১৮৬৯ সালে এই হাতিয়ারটি নকশা করা হয়েছিলো। ইউক্রেইনে হাতাহাতি জাতীয় লড়াইয়ের প্রবণতাও বাড়ছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয়টি জানায়, একজন রিজার্ভ সেনা জানিয়েছেন, এভাবে লড়াইয়ের জন্য শারীরিক কিংবা মানসিক কোনোভাবেই প্রস্তুত নন তারা।

যদিও যুক্তরাজ্যের দেওয়া এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। আবার এ ধরনের যুদ্ধ কোথায় হচ্ছে সে বিষয়ে মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।