দ্রব্যমূল্য কমাতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন: সাঈদ খোকন

0
94

দ্রব্যমূল্য দেশের খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (৪ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিএনপি আজকে বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি। আওয়ামী লীগ আমরাও বলি হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে, বিরোধী দলের বন্ধুরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে, দেশে অশান্তির পরিবেশ তৈরি করতে চান। তারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এটাই হচ্ছে বিরোধী দলের সঙ্গে আমাদের পার্থক্য।’

তিনি বলেন, ‘বিরোধী দল সেটাকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এমন কোনো দিন নেই যে, তারা কোনো কর্মসূচি করেন না, কর্মসূচি দেন না। কই আমরা তো কোনো দ্রব্যমূল্য লাঘবে এমন কোনো সুনির্দিষ্ট বক্তব্য বা পরামর্শ পেলাম না। শুধু কীভাবে সাধারণ মানুষের মধ্যে প্রতিহিংসা তৈরি করে ক্ষমতায় আসা যায় এমন বক্তব্য দিতে শুনেছি। তাই আমরাও বলি আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতেও বিরোধী দলের সেই ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না। ২০২৪ সালের নির্বাচনে আবারও জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করবে।’

সাঈদ খোকন বলেন, ‘বিএনপি বলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করার জন্য। কিন্তু আমাদের সংবিধান কি বলে? নির্বাচনকালীন সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে সহায়তা করবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তাহলে আমরা কি সংবিধানের কথা শুনবো নাকি বিএনপির কথা শুনবো? তত্ত্বাবধায়ক সরকারের নামে অবাস্তব আর অযৌক্তিক কথাবার্তা বাদ দিয়ে বিএনপিকে সঠিক ধারায় নির্বাচনে ফিরে আসার আহ্বান জানাই। এতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। আজকে সেই বাংলাদেশ আর নেই, যে বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের এ উন্নয়ন আজ বিশ্বব্যাপী আলোচিত। এ অগ্রগতি আর উন্নতি বিরোধী দলের পছন্দ হয় না, তাই তো স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা দেশকে একের পর এক অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি শান্তি মিছিল হয়।