হিলিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরন কর্মশালা

0
104

হিলি প্রতিনিধি: অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে দিনাজপুরের হিলিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরন দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিকাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত ওই কর্মশালায় ৪০জন পরিবার পরিকল্পনা কর্মী ও হাসপাতালের নার্সরা অংশগ্রহন করেন। অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে কি-কি করনীয় সে সম্পর্কে কর্মশালায় আলোকপাত করা হয়।

সেই সাথে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক সকলকে অবহিত করা হয়।

এতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা.গোপী নাথ বসাক, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুরের উপপরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।