দীর্ঘ ৩ বছরপর খুলছে সোনামসজিদ ইমিগ্রেশন

0
168

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মোহদিপুর ইমিগ্রেশনের কার্যক্রম চালু হতে যাচ্ছে। এ কার্যক্রম পরিচলনা হবে আগামী ১২ মার্চ থেকে।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।

তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার(২ মার্চ) দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার মুঠোফোনে জানিয়েছেন সোনামসজিদ-মোহদীপুর ইমিগ্রেশন চালু হয়ে গেছে। আগামী ১২ মার্চ বিকেলে তিনি এসে উপস্থিত থেকে এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করবেন।

এর আগে ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করা হয়। সে হিসেবে প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে এ ইমিগ্রেশন চেকপোস্ট।