শাহজাদপুরে ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

0
177

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।

চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৯৫% জমিতে ধান রোপণ সম্পূর্ণ হয়েছে। তবে তেল ও ডিজেলের দাম বৃদ্ধিতে প্রতি বিঘা জমিতে খরচ বেশি হওয়ায় কিছুটা চিন্তিত কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ও ভালো দাম পাবে বলে ধারণা করছেন কৃষকেরা।

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম জানান, উপজেলায় ইরি-বোরো ধান চাষীদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এবছর চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি, এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ইরি-বোরো ধান চাষ করা হবে।