ভাসানচরের উদ্দেশে আরও ৬৩৩ রোহিঙ্গা

0
119

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন আরও ২২৪ জন রোহিঙ্গা নর-নারী। তাদের সঙ্গে আছেন নোয়াখালীর ভাসানচর থেকে রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ও নতুন করে ভাসানচর দেখতে যাওয়া ৪০৯ জন রোহিঙ্গা। মোট ৬৩৩ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়েছেন। এসব রোহিঙ্গাদের ১৩টি বাসে করে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভোরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্রগ্রামের উদ্দেশে রওনা দেয় তারা। দুটি ক্যাভার্ড ভ্যান করে তাদের মালামাল নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের চাপ কমাতে অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরের আশ্রয়শিবিরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

সরকারি তথ্যানুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৩ হাজার একর আয়তনের ওই জায়গায় ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গাদের বহর ভোরে রওনা দিয়েছে।