সাদুল্লাপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0
128

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক হতে ধর্ম-জাতিসত্বা বিরোধী বিষয়সমূহ বাতিলের প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাদুল্লাপুর উপজেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে।

এসময় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো ঘুরে শেষে সাদুল্লাপুর আবু তালেব মিয়া এমপি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওই শাখার সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসেমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের যেভাবে দাম বাড়ানো হয়েছে এতে করে মানুষের ক্রয় ক্ষমতা বাহিরে চলে গেছে। সেই সঙ্গে পাঠ্যপুস্তকে যেসব বিষয়গুলো বিতর্কিত হয়েছে সেগুলো বাতিল করতে হবে। এছাড়া শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করারও দাবি জানান।