গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

0
108

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় হাসনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলকা-গাইবান্ধা সড়কের শান্তির মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী নিয়ে কালিতলা বাজার থেকে বেলকা বাজারের দিকে যাচ্ছিল। এসময় শান্তির মোড় নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কে উল্টে যায়। এসময় ইজিবাইকটির যাত্রী হাসনা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, দুই ইজিবাইকের সংঘর্ষে হাসনা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। পরে স্বজনদের কাছে বৃদ্ধার মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত হাসনা বেগম শান্তিরাম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।