শ্রীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

0
150

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর নের্তৃত্বে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শ্রীনগর থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীনগর প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন, হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ, মুন্সীগঞ্জ জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় সূর্য উঠার আগে উপজেলার দেউলভোগ এলাকায় শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষ শহীদ মিনারে বিভিন্ন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সরেজমিন ঘুর দেখা যায়, দিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে কোমলমতি শিক্ষার্থীদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।