হিলি সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

0
149

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক শাহাবুল হোসেন বাবুর লাশ চারদিন পর আজ সোমবার ফেরত দিয়েছে বিএসএফ।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসফএফ কর্মকর্তাদের উপস্থিতে ভারতের হিলি থানা পুলিশ বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

এসময় হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার মাহাবুব রহমান এবং ভারতের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের এডজুটেন্ট পি-পান্ডে এবং উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত উপস্থিত ছিলেন।

পরে সকলের উপস্থিতিতে হাকিমপুর থানা পুলিশ নিহত শাহবুল হোসেন বাবুর লাশ তার বাবা’র হাতে তুলে দেন।

হাকিমপুর থানার অফিসার এন-চার্জ আবু ছায়মি মিয়া জানান, ভারতের পুলিশের কাছ থেকে লাশ বুঝে পাওয়ার পর শাহাবুল হোসেন বাবুর বাবা আবুল হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ২৮৫ মেইন পিলারের সংলগ্ন এলকায় বিজিবি ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলি সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলার এলাকায় প্রায় ১০০গজ ভারত অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে শাহাবুল হোসেন বাবু নামের বাংলাদেশী এক যুবক নিহত হয়। নিহত বাবু সীমান্তবর্তী ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।