নান্দাইলে বাপ্পির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ফের মানববন্ধন

0
179

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইল কলেজ ছাত্র নওশাদ আহমেদ বাপ্পি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারী শহীদস্মৃতি আদর্শ কলেজ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নান্দাইল ছাত্র সমাজ আয়োজিত মানববন্ধনে নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্র ছাত্রী সহ ছাত্র সমাজের শতশত শিক্ষার্থী ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহন করেন।

এ সময় মানববন্ধনকারীরা বাপ্পি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে মহাসড়কে টাইয়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরে নান্দাইল মডেল থানার পুলিশ এসে নওশাদ হত্যাকারীরে গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে আরো একটি মানববন্ধনে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলো তারা।

উল্লেখ্য, গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০ টার দিকে নান্দাইলে কলেজ গেইটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা উপজেলার ঘুষপালা সরকার বাড়ির মৃত্যু আছির উদ্দিনের পুত্র নওশাদ আহমেদ বাপ্পির (১৭) উপর হামলা করে। পরে বাপ্পি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।