ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

0
123

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন ইউপি সদস্য ও এলাকাবাসী।

রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন ইউপি সদস্য, এলাকাবাসী ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা, বানোয়াট অভিযোগ প্রত্যাহার ও অপপ্রচারের প্রতিবাদে রোববার বিকেলে উচাখিলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চেয়ারম্যানকে নির্দোষ দাবি করে অপপ্রচারে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে ইউপি সদস্য, ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।