সেই পুলিশ কনস্টেবল আতিককে সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব

0
105

দূর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশের ড্রাইভার (কনস্টেবল) আতিককে সংবর্ধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সীমিত পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল আতিককে সম্মাননা ও নগদ অর্থ পুরুস্কার দেন পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। নদীতে ভেসে যাওয়া তিন শিশুকে উদ্ধারের ঘটনায় কনস্টেবল আতিককে এ সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়।

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান।

সাধারণ সম্পাদক এস এম শাহাজামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও জুবায়ের তুহিন, দপ্তর সম্পাদক শাহীন আলম প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে দুর্গাপুরের হোজা নদীতে খেলার ছলে পা ভেজাতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যায় তিন শিশু। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে ভেসে যাওয়া ওই তিন শিশুকে উদ্ধার করেন দুর্গাপুর থানার ড্রাইভার (কনস্টেবল) আতিক।