১০ হাজার ‘মোবাইল বাড়ি’, ফিল্ড হাসপাতাল নিয়ে কাতার যাচ্ছে তুরস্ক

0
173

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার মোবাইল বাড়ি ও ১২০ জন উদ্ধারকর্মী পাঠাচ্ছে কাতার। এছাড়াও একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানো হচ্ছে সেখানে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেকার।

আল উদেইদ বিমান ঘাঁটি থেকে তিনি বলেন, ‘আমরা সি-১৩০ মডেলের একটি বিমানে আছি যেটি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। এর ক্রুরা মোবাইল বাড়ি স্থাপন কার্যক্রমে অংশ নেবে’।

স্টেফানি ডেকার আরো বলেন, ‘আমাদের সঙ্গে উদ্ধারকর্মীরা ও মেডিক্যাল টিম রয়েছে। তারা বিধ্বস্ত দেশ দুটিতে জীবিতদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করছে। বিমানে অন্য সরঞ্জামও রয়েছে। আমরা দক্ষিণ-পূর্বের একটি বিমানবন্দরে যাব যেটি এখন বন্ধ রয়েছে’।

সোমবারের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।