হিলি সীমান্তের শূণ্য রেখায় দু’দেশের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের বৈঠক

0
90

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের শূণ্য রেখায় ভারতের এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের নব নির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট। এবং স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বাড়াতে দু’দেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকলে সাড়ে ৪ টায় সীমান্তের জিরোপয়েন্টে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অশোক কুমার মন্ডল।

এ সময় হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, শাহিনুর রেজা শাহিন, যুগ্ন সম্পাদক জাবেদ হোসেন রাসেল, ভারত হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ আগারওয়ালা, সম্পাদক দিলিপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।