মুক্তমত ও সম্পাদকীয় ফেব্রুয়ারি তুমি! By বার্তা কক্ষ - ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ 0 79 FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrint ফেব্রুয়ারি তুমি লেখক :সুদীপ চন্দ্র হালদার ফেব্রুয়ারি তুমি, আমার মায়ের ভাষাকে আঘাত করা পাকিস্তানি গোলা। ফেব্রুয়ারি তুমি, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বীর বাঙালির রক্তঝরা রাজপথ। ফেব্রুয়ারি তুমি, অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফেব্রুয়ারি তুমি, ধীরেন্দ্রনাথ দত্ত, রফিক, শফিক, সালামের সম্মান। ফেব্রুয়ারি তুমি, শীতের বিদায়ে ঋতুরাজ বসন্তের শুভাগমন। ফেব্রুয়ারি তুমি, উত্তরের ঠান্ডা হাওয়া বদলে দক্ষিণের সুবাতাস। ফেব্রুয়ারি তুমি, শীত পেরিয়ে বেঁচে থাকা বৃদ্ধার আনন্দ। ফেব্রুয়ারি তুমি, নব উল্লাসে গজিয়ে ওঠা গাছের সবুজ পাতা। ফেব্রুয়ারি তুমি, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার বাহারি শোভা। ফেব্রুয়ারি তুমি, কৃষকের নাবী রবি সবজির বীজতলাতে বীজরোপণ। ফেব্রুয়ারি তুমি, প্রানপ্রিয় বই মেলা, আর নতুন বইয়ের ঘ্রাণ নেয়া। ফেব্রুয়ারি তুমি, ভালবাসা দিবসে বোটানিক্যাল গার্ডেনে উপচে পড়া ভিড়। ফেব্রুয়ারি তুমি, প্রেয়সীকে আমার দেয়া লাল গোলাপ, কপালে এঁকে দেয়া চুমু। ফেব্রুয়ারি তুমি, রোমান্টিক প্রেমিকের আড়কোলে প্রিয়ার লাজুক হাসি। ফেব্রুয়ারি তুমি, কানে ফুল দিয়ে, হলুদ পাড়ের শাড়ি পরে হেলেদুলে চলা ললনা। ফেব্রুয়ারি তুমি, শিবরাত্রির ব্রত করা পতিব্রতার পবিত্র আকাঙ্খা। Author বার্তা কক্ষ View all posts