নেইমারকে পাওয়ার অপেক্ষা বাড়ল পিএসজির

0
133

ফরাসি লিগ ওয়ানে শনিবার তুলুজের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। এই ম্যাচেও ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পাচ্ছে না দলটি। পেশির চোট থেকে এখনও সেরে উঠেননি নেইমার। এই চোটের কারণেই বৃহস্পতিবার মঁপেলিয়ের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।

মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান কিলিয়ান এমবাপ্পে। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি খেলা হবে না তার।

এর মাঝে নেইমারের মাঠে ফেরার অপেক্ষাও বাড়ল। স্বাভাবিকভাবেই বিষয়টি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েকে হতাশ করছে, ‘নেইমার ও কিলিয়ানকে না পাওয়া হতাশাজনক। কারণ আক্রমণভাগের তিন খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়াটা দারুণ।’

পিএসজি জানিয়েছে, আপাতত একাকী অনুশীলন করছেন নেইমার। কদিন পর তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইয়ের চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্ট।