ইরানে ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর

0
132

ইরানে নতুন বছরের প্রথম ২৬ দিনে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে প্রশাসন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি দাবি করছে, হিজাব বিতর্ক ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে জর্জরিত দেশটির মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ইরান প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যদিও এই ৫৫ জনই যে হিজাব বিতর্কে অংশ নিয়েছিলেন তা নয়।

আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। …মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে।

সংস্থাটি দাবি করেছে, আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তেমন কড়া প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় ‘প্রশাসনের সাহস আরো বাড়ছে’।

এদিকে, রাইটস গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিভিন্ন কারণে প্রতিবাদ করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন যুবকের বয়স ছিলো মাত্র ১৮ বছর। তাদের আটকে রেখে ‘ভয়াবহ নির্যাতনও’ করা হয়েছিলো। এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। সূত্র- আরব নিউজ।