খালেদা জিয়ার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে

0
138
ফাইল ছবি

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির পৃথক দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ফের পেছানো হয়েছে।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আবেদন করলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

এদিন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভুয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার পৃথক মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সময় আবেদন করলে আদালত নতুন দিন ধার্য করেন।

উল্লেখ্য, স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি প্রয়াত এবি সিদ্দিকী মানহানির মামলা করেন।

এ ছাড়া ‘ভুয়া’ জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন।

২০১৮ সালের ৩১ জুলাই এ দুই মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।