কামারখন্দে রবি মৌসুমে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

0
976

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কম খরচ, অল্প সেচ এবং স্বল্প সময়ের ফসল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জের কামারখন্দে রাজস্ব খাতের আওতায় রবি/ ২০২২-২৩ মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রায়দৌলতপুরের চৌবাড়ী এলাকায় সরিষার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ রাশিদ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ, চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুনায়েদ আহাম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল সরিষা বারি ১৭, বারি ১৮ চাষ আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।