স্বাস্থ্য খাতের দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে হবে : হাইকোর্ট

0
105

স্বাস্থ্য খাতের দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে হবে। না হলে দেশ টিকবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে উদ্দেশ্য করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, কয়েদিদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। তাদেরও সেবা দেওয়া দরকার। আমাদের কাউকে ডাকতে মন চায় না। আমরা অনেক সময় দিয়ে থাকি। কিন্তু বারবার সময় দেওয়ার পরও যখন আদালতের আদেশ মানা হয় না, তখন আমরা বাধ্য হয়ে ডাকি।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এটা কনসিডার করেন। স্বাস্থ্য খাতের বিষয়টি করোনাভাইরাসের মহামারির কারণে হয়েছে। এর জবাবে হাইকোর্ট বলেন, সরকার তো কোনো খাতেই টাকা কম দেয় না। ফরিদপুর মেডিকেলে দুর্নীতির বিষয়টি উল্লেখ করে আদালত বলেন, একটি জিনিসের দাম বাজারের তুলনায় ৪০০ গুণ হতে পারে না। বিদেশিরা দেশ চালায় না, আমরা নিজেরা দেশ চালাচ্ছি।

এদিন হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে বলেন, এ দেশের মানুষ বিপদে পড়লেই ডাক্তারের কাছে যায়। এটা একটা মহান পেশা। ডাক্তাররাও সকাল থেকে রাত পর্যন্ত সেবা দেয়। তাদের ব্যক্তি জীবন আছে বলে মনে হয় না। তারপরও মানুষ সেবা পায় না। আপনি বিষয়টি দেখবেন। গরিব দেশ হিসেবে সরকার যথেষ্ট টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়। অ্যাটর্নি জেনারেল অফিস থেকে কোনো কিছু গেলে আপনারা গুরুত্ব দেবেন।

জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‌‘অনিচ্ছাকৃতভাবে আদালতের আদেশ বাস্তবায়নে বিলম্ব হয়েছে। এমন ভুল আর হবে না, আমি ক্ষমাপ্রার্থী।’ পরে আদালত এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ২ মে দিন ধার্য করেন।

এর আগে, গত ১৭ জানুয়ারি দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে তলব করেন হাইকোর্ট। ২৪ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করায় এদিন সকালে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।