রাজশাহীতে পিয়াজ চাষীদের সাথে হেকেম (বাংলাদেশ) লিমিটেড কোম্পানির মত বিনিময় সভা

0
341

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীলংকান বহুজাতিক কোম্পানি হেকেম (বাংলাদেশ) লিঃ এর উদ্যোগে পিয়াজ চাষীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেকেম(বাংলাদেশ) লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব এগ্রোকেমিক্যালস কৃষিবিদ জনাব দেবাশীষ ভৌমিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোজাই বোকি জাপান এর প্রতিনিধি মি.ইউকি ওজাওয়া,এস ডি এস বায়োটিক কে কে জাপান এর ওভারসীজ ডিভিশন এর এরিয়া ম্যানেজার মি.ইয়াসুমাসা হরিগুচি,হেকেম(বাংলাদেশ) লিঃ এর ন্যাশনাল সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ জনাব মোঃ কামরুল আলম,এরিয়া সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার(নাটোর) কৃষিবিদ নাহিদ কায়সার,রাজশাহী এরিয়ার সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ মোঃ রাসেল সিদ্দিক, তানোর টেরিটরি অফিসার মোঃ রফিকুল ইসলাম,সেলস অফিসার, রিপন আলী ও সাজেদুল ইসলাম এবং কোম্পানির পরিবেশক মোঃ মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বাগমারা উপজেলার পেয়াজ চাষীদের সাথে জাপানি প্রযুক্তি ও নবপ্রজন্মের মানসম্পন্ন সর্বোত্তম প্রতিরোধক ছত্রাকনাশক জাপানের এস.ডি.এস বায়োটেক কে.কে প্রস্তুতকারক “ডেকোনিল ৫০০এসসি” নিয়ে আলোচনা করা হয়। “ডেকোনিল ৫০০এসসি” আলুর আর্লি ব্লাইট ও পেঁয়াজের পার্পল ব্লচ রোগ দমনে অত্যন্ত কার্যকরী। এছাড়া “ডেকোনিল ৫০০এসসি” বিশ্বের ৮০ টি দেশে ১২০ টি ফসলের ১৫০ টি রোগের উপরে রেজিষ্ট্রেশন রয়েছে।