নান্দাইলে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

0
244

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের হেমগন্ঞ্জ বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে এবং নান্দাইল মডেলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন গৌরিপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল অসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন । তিনি বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন, নান্দাইলে গরু চুরি বৃদ্ধি পেয়েছে,গরুচুরি বন্ধের জন্য গ্রামপুলিশ কে আরো সতর্ক থাকতে হবে। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখে ময়মনসিংহ পুলিশ সুপার পি পি এম সেবা মাছুম আহাম্মদ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, উপজেলা পুলিশ কমিউনিটি ফোরামের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মান্না,সাংবাদিক আলম ফরাজি, হেমগন্ঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, স্থানীয় আ. লীগের নেতাকর্মী, শিক্ষক, পুলিশ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা পেশা-শ্রেণির মানুষ।