শুভমান গিলের বিশ্ব রেকর্ড

0
176

ইতিহাস গড়লেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ভারতীয় এই তরুণ ওপেনার। মাত্র ২৩ বছর ১৩২ দিন বয়সে ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। গত রোববার শ্রীলংকার বিপক্ষে ৯৭ বলে খেলেন ১১৬ রানের ইনিংস।

বুধবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। এর আগে গত বছরের ২২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে ৯৭ বলে খেলেন ১৩০ রানের ইনিংস। সেটাই ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

বুধবার পঞ্চম ভারতীয় এবং বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকান শুভমান গিল।

ওয়ানডে ক্রিকেটে সবার আগে ডাবল সেঞ্চুরি হাঁকান ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৭ বলে ২০০ রান করেন।  ২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২১৯ রান করেন ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্রর শেহবাগ।

২০১৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ২০৯ রান করেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তিনি ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান।

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও রোহিত। তিনি ২০১৪ সালের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ২৬৪ রানের দানবীয় ইনিংস খেলেন।

এছাড়া ডাবল সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, পাকিস্তানের ফখর জামান ও ভারতের ইশান কিশান। ইশান গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে চট্টগ্রামে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন।