ঈশ্বরগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

0
349

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে ইভটিজিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও অপমৃত্যু প্রতিরোধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের পাট বাজারে এই বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ থানার আয়োজনে উক্ত থানার অফিসার ইনচার্জ পি এস এম মোস্তাছিনুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।

 

এসময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পি এস এম মোস্তাছিনুর রহমান (পিপিএম-সেবা) বলেন, আমাদের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) বলেন, ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অপরাধ নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।