ফিফার বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় বিশ্বকাপজয়ী মার্তিনেজ

0
184

২০১৬ সাল থেকে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়। প্রতিবছর ফুটবল মাঠে ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা ফুটবলারকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য নির্বাচিত করে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার ফিফার বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় উঠে এসেছেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

সেরা গোল কিপারের তালিকায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মার্তিনেজের সঙ্গে আরও রয়েছেন ব্রাজিলের এলিসন বেকার, এডারসন। বাকি দুজন বেলজিয়ামের থিবো কোর্তোয়া আর মরক্কোর ইয়াসিন বুনো।

আগামী ২৭ ফেব্রুয়ারি ফিফার প্রকাশিত তালিকা থেকে বর্ষসেরা গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে। এর আগে ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকদের ভোটগ্রহণ চলবে। সেখান থেকে নির্বাচিত করা হবে সেরা গোলরক্ষক।

ফিফার বর্ষসেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন যারা: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), এলিসন বেকার (ব্রাজিল), এডারসন (ব্রাজিল), থিবো কোর্তোয়া (বেলজিয়াম) ও ইয়াসিন বুনো (মরক্কো)।