কুবিতে ‘আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা -২০২৩’ এর উদ্বোধন

0
198

মুনিরা আক্তার,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা -২০২৩’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া পরিচালনার কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক এর সভাপতিত্বে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘ সময় পড়ালেখা করায় আমাদের মধ্যে একঘেয়েমিতা চলে আসে, একধরনের অস্থিরতা কাজে করে। নিয়মিত খেলাধুলা করলে এই একঘেয়েমিতা দূর হয়, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়।’

প্রধান অতিথির বক্ত্যবে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমাদের নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলাধুলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ভালো খেলোয়াড় বাছাই করে বিশ্ববিদ্যালয়ের একটি ক্রিকেট টিম গঠন করা হবে। যারা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।’

এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পরিসংখ্যান বিভাগ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। ১৯ টি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল ব্যতীত প্রতিটি ম্যাচ দশ ওভারে অনুষ্ঠিত হবে। সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ওভারে। ১৮ জানুয়ারি (বুধবার) ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা নামবে।