বাগমারার হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান শাফি’র জামিন

0
130

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ৫ নং আউচপাড়া ইউপির চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি’র মালিকানাধীন ‘একতা ব্রিকস’ ইটভাটায় হামলার ঘটনায় বাদির দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আটক করা হন ডিএম শাফি । গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বাগমারা থানা পুলিশ তাকে ভবানীগঞ্জ থেকে আটক করেন। বুধবার আদালত ডিএম শাফির জামিন মুঞ্জুর করলে তিনি ছাড়া পান।

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি বলেন, আমার ইটভাটার মাটি সরাতে গিয়ে হামলাকারী শামসুল ইসলামের জমিতে কিছু মাটি পড়ে। এতে শামসুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে। এরপর তারা উল্টো আমার উপর হত্যাচেষ্টার দায়ের করে।সে মামলায় পুলিশ আমাকে আটক করলে মহামান্য আদালত আমাকে জামিন দিয়েছেন।