ব্রাজিলে দাঙ্গায় জড়িত শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ

0
179

দাঙ্গার ঘটনায় জড়িত শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ব্রাজিলের আদালত। বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই নির্দেশের পর ব্রাজিলের সামরিক পুলিশের সাবেক কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর পরে পুলিশ কমান্ডার কর্নেল ফাবিও অগাস্টোকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্রাসিলিয়ার সাবেক জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেস-সহ এবং অন্যান্যরাও রয়েছেন। তবে সাবেক নিরাপত্তা প্রধান এন্ডারসন টরেস হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

এছাড়াও প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ৬০০ জনকে পৃথক জায়গায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার জন্য পুলিশ কর্মকর্তারা পাঁচ দিন সময় পাবেন।

এদিকে, দাঙ্গায় মদদের অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে তাঁর অবস্থানের কথা তুলে ধরেছেন।