গোবিন্দগঞ্জে ১০ ফুট মাটির নিচে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

0
127

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাজ করতে গিয়ে সেফটি ট্যাংকের মাটি ধ্বসে ১০ ফুট মাটির নিচে চাপা পড়ে বাবুল মিয়া (৫০) নামের এক শ্রমিক। আধা ঘন্টা চেষ্টার পর চাপা পড়া শ্রমিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (১০জানুয়ারি) দুপুরে ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। চাপাপড়া বাবুল মিয়া উপজেলা বুজরুক বেয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় শ্রমিক হিসেবে ইট উঠানোর কাজ করছিল বাবুল মিয়া। হঠাৎ সে পার্শ্বের একটি সেফটি ট্যাংকের সাইডের মাটি ধ্বসে প্রায় ১০ ফুট মাটির নিচে চাপা পড়ে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের কর্মি সত্যজিৎ রায় বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর চাপা পড়া মাটি সরিয়ে বাবুল মিয়াকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে বাবুল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।