বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

0
233

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ (৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে। তবে, এ ঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে এ স্বর্ণের চোরাচালানটি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান জানান, ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি।
এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে কৃষক বেশে আসলে, বিজিবি সদস্যরা তাকে দাঁড়াতে বললে সে নদী পার হয়ে পালিয়ে যায়।
পরে, সেখানে অভিযান চালিয়ে ৬ পিচ (৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২ কোটি ৬২ লাখ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ খুলনা ট্রেজারিতে জমা হবে বলে তিনি জানান।